Last Updated: Monday, May 13, 2013, 12:43
এবার বেআইনি ভুঁইফোড় আর্থিক সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডার তাপস পাল। কোম্পানীর প্রোফাইলেও মিলল তাঁর ছবি। তৃণমূল সাংসদের আশ্বাসেই অনেকে অ্যাস্ট্রলাইফ নামে ওই সংস্থায় টাকা রাখেন বলে অভিযোগ। নেতাজি ইন্ডোরে সংস্থার অনুষ্ঠানে প্রধান অতিথিও শাসক দলের সাংসদকে।